পোস্টগুলি

অক্টোবর ২৭, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দলিল - (মোঃ রহমত আলী)

ছবি
দলিল - ============ মোঃ রহমত আলী ============ নিয়ম যত বিড়ালছানার জন্য, নিয়ম-কানুন নেই শকুনের জন্য। যত আইন কুকুর-ঘোড়ার জন্য, বিচার নাই তো অজগরের জন্য। চাবুকের যত আঘাত খরগোশের ওপর, ইন্দুর মারার দুঃসাহস হবে কবে কখন। গরম জল গড়ায় পিঁপড়ার বস্তিতে, সালিশ বসেছে গাধার ভিটে-মাটিতে। হুকুম প্রযোজ্য যত-সব কবুতরের জন্য, শিয়ালের জন্য আছে মোরগ উপহার। ঘুমন্ত সিংহের আনন্দে বেতাল বানর, মধ্যে ক্রোধে হয়ে গেল পাখিটা শিকার। মশা-মাছির উপর বিধিনিষেধ কার্য, মৌমাছির ঘরে আগুন লাগানো ধার্য। বাঘ-মামার জন্য সাফ,সাত-গুন মাফ, উল্লুকের জন্য হুঁশিয়ার কানা ভাল্লুক। নিয়মনীতি জানে তবু মানেনা জোনাকি পোকার দল,সারারাত খোলা দুয়ার। মাছের কান্না যায়না দেখা,নদীর জলে তা মেশা,নির্দোষ জেলের হবে এবার সাজা। টিকটিকি আর গিরগিটি আনন্দে অসীম, মুক্ত তারা এ যুগেও আছে অবাধ স্বাধীন। তেলাপোকার জন্য কানুনের ফন্দি, আগুনের দিকে উড়ে যায় জলদি। উইপোকার জন্য কী বিচার ? দলিল-ডায়েরি শেষ আমার ॥ ২৭.১০.২০২৩