পোস্টগুলি

জুলাই ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নাম-বদনাম

ছবি
নাম-বদনাম ============ মোঃ রহমত আলী ============ এতটুকুই হল সুনাম,বাকি সব বদনাম, কেন করো ভাই তার দুর্নাম, তোমার মুখে হতে পারেনা সুনাম। মনটা যে আজ হলো খারাপ, নিরীহ মানুষের শুনে শত বদনাম। সব কাজেই হয় কে বলো ভালো, নাম আছে যার বদনাম ও হবে তার। শূন্য থেকে দশ সংখ্যা গুনে দেখো, প্রথম আর শেষ মিল করে চলো। পরের বদনামে হারায় নিজের নাম, করে দেখো কারো সত্য গুনোগান, বেড়ে যাবে বহুত গুন তোমার মান। এইটুকু ভুলচুক না পারো যদি সইতে, তবে তোমার দোষ ত্রুটি কি লুকাইবে ? এক নাও ভিড়ে দশ ঘাটে, তবে ঘাট গুলো তো বহু রকমের বটে ! বুঝে শুনে চুপ,দেখে-দেখে না দেখে, দুর্নাম রটে কভু যা সুনাম হয়ে ফেরে। কুনাম ছড়াও যারা যার তার হয়ে, নিজ কর্মে-ও তাকাও আয়না লয়ে। সত্যের বেশ নামে-নামে বদনাম রটে, মিথ্যার তো সব-শেষ একদিনে কাম। পরনিন্দায় যে রোজ থাকে বিভোর, সে নিজেই-নিজের নামে-কামে লীন ॥ ০৫.০৭.২০২৩