পোস্টগুলি

ফেব্রুয়ারী ২৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সম্মানী -

ছবি
সম্মানী - ======= মোঃ রহমত আলী ============== দাঁড়া দাঁড়া একটু দাদা, ছিড়লো এই জুতার তলা। গোলাপ নিনু ঝুড়ি ভরা, তলা যে তার খোলা। সত্য বলে বিপদ এলে, মিথ্যা দূর হাসছে জোরে, নামের উপর ঠিকানা মিলে। অকারণে হাসতে হলে, পাগল বনে কাঁদতে হবে। ছেঁড়া জুতায় মান গেলে, নামির কি আর নাম রলে। দাঁড়া দাঁড়া একটু বাবা, ছিড়লো এই নতুন জামা। সভা মেলায় সম্মানী জমা। চিনবে কে আর দাওয়াতনামা। ভর দুপুরে চল যাই ফিরে, না না বাপু এই একটু দাঁড়া, ঐ চিনেছে এক যে দাদা। চল যাই জলসায় চলে, যে চেনার চিনবে সত্যি জামা ছেঁড়া তাতে কি ? দাঁড়া দাঁড়া একটু দাদা, দাওয়াত কার্ড গেল খোয়া। গুনছে যে দেখ মাথা সবার, এবার জিল্লতি পাওনা আমার। দেখছি না তো চেনা জনা, চুপ করে চল যাইরে চলে। এমনিতে তো জামা ছেঁড়া, জুতার আবার তলা সেলাই, নজর সভার আমার দিকেই। এ কথাই গুরু বলেছিলেন আগেই, পোশাক রূপে আদর সবার তরে, তাইতো চিনতে মানুষ ভুল করে ॥ ২২.০২.২০২৩

আগন্তুক -

ছবি
আগন্তুক - ======== মোঃ রহমত আলী ============= কোথায় বিষের বাঁশি,আর কোথায় সুধার পেয়ালা, কবে ছিলে যেন, রাতের খোঁজে রাত জেগে থাকা। আজও করে সেই সুর গুন-গুন ফুটেছিলে যে কালে মনের বকুল। কোথায় আমার-আমি কোথায় খোয়া-ল বাল্যকাল। এখন হলাম বুড়ো-বার্ধক্য, শুরুর আমার বৃদ্ধকাল। রাত জাগি দিনের দিন, খুঁজে অতীত স্বপ্নকাল। তুলে কবে ছিলাম ফুল, আজ ব্যথায় ডুবা কূল, নয়ন ভেজা রাজ মনের ভুল। কোথায় কবে যাবো কোলাহল হতে দূর নিরালায়,জানা নেই ঠিকানা, যেতে হবে একা তবু একলাই। দুঃখের সাথে সুখের কান্নার মতন, হাসিছে কার পরিণতে কে কখন। অনুধাবনের অনুপাতে ও মিলছে না নিকাশি, জীবন লীলার জামানা। কোথায় কালো চুলের-চমক, আর কবে ছিলে যেন, রোজ কাগজের নৌকায় চমন ভ্রমণ। চুপচাপ আগন্তুক হয়ে এলে ধরায়, সহসা আহাম্মক বনে নিজ কর্ম থলে নিয়ে সাথে হবে হে বিদায় ॥ ২৩.০২.২০২৩