পোস্টগুলি

জানুয়ারী ২২, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিক্ষা দীক্ষা হজম (মোঃ রহমত আলী)

ছবি
শিক্ষা দীক্ষা হজম ============ মোঃ রহমত আলী ============ শিক্ষনীয় শিক্ষার আজ বড় অভাব, চলছে বাণিজ্যিক শিক্ষার সম্ভার। ছোট্ট শিশুর মগজে অতিরিক্ত ভার, সু-শিক্ষার দীক্ষা হজম তো এ দায় কার ! তোমার না আমার,নাকি আমাদের সবার। ও…শিক্ষা তো এখন বাণিজ্যর ব্যাপার, মান্য নয় বইয়ের পড়া জীবন শিক্ষায়, অর্জন ধরে বড় কত ডিগ্রি উপাধি, ছোট্ট বাবুর আজ হলো বড়বাবু পদবী। শিক্ষিত বাবু সাহেব হলে তুমি, সু-শিক্ষাণের বিবেক জ্ঞান কই, ব্যবহার বড্ড মানবিক মহোদয়, উচ্চপদস্থ সহ বড়-বড় অফিসার, কিছু জন বাদে,বাকি সব রাক্ষুসে ঘুষখোর খাদক,শিক্ষিত মহা-খয়রাতি। যে যত বড় ডিগ্রিধারী শিক্ষিত, সে তত বেশি-বেশি ঘুষ নেবে তো ! এটাই বিশ্বের প্রান্ত থেকে অর্জিত তাদের ডিগ্রির বড় শিক্ষা হয়তো। তবে কোনো বইতে তো লেখা নেই, বাস্তব চরিত্রে শিক্ষিতের রূপ যা ! ওদের ফাঁদ থেকে বাঁচা খুব মুশকিল ! তবু সততার হিকমত যার হবে আসান, শিক্ষিতরাই তো হয় বড় বড় অফিসার, তবুও তারা মূর্খের মতো করে অবিচার, বহু কিছু দেখে চোখ অন্ধ যে এখন ! ২২.০১.২০২৪