আজ খেলা শেষ নয় ( মোঃ রহমত আলী )
আজ খেলা শেষ নয় =============== মোঃ রহমত আলী =============== আঁধারে ঘেরা মিথ্যার বুক চিরে জাগিবে আবার রোশনাই লয়ে সত্যের নিশান। সেদিন খুব দূরে নয়, মজলুম হাসিবে, জালিমের নাশ দেখে, মনখুলে প্রাণভরে। আজ তোরা হেসে নে ; মায়ের কান্না দেখে নে ; কাল তোর হবে কাল.. এ শেষ অভিশাপ।। মিথ্যা খনিকের, ঘোলা করা যেন জল ! তীর হবে ফের থির, সত্য জয়ে সত্যের বীর। আজ খেলা শেষ নয়, এই মেল শেষ হয়, মাথা খুলে দেখা যায়, কে আপন পর হয়। আজ দুখ সুখ সুখ, আরো বড়ো অসুখ, পরিনাম ওজনে.. কারো রাত কারো দিন।। ০৮.০৪.২০২৫