পোস্টগুলি

নভেম্বর ২৮, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মায়াবী জল (মোঃ রহমত আলী)

ছবি
মায়াবী জল ================ মোঃ রহমত আলী ================= জল ছলছল , মেঘ গুমসুম , মনে সুখ-সুখ , চোখে ঘুম-ঘুম , ছিঁড়ে ফুল,হলো ভুল,দিলাম মাশুল। মাটির উপর জল , মাটির তলায় জল , চোখের কোনায় জল , চোখে গভীর ছল , মায়াবী ফুলের মায়ায় জগৎ খুশবু-মুখর। আসমানের জল , জমিনে থলথল , পরিশ্রমী ঘামটা জল , সাপের বিষ জল , ফুলের মধু জল,মায়াবতীর মায়া-জাল। সাগরে নোনা জল , চোখে ও নোনা জল , ক-নদীতে মিঠা জল , মুখের মিঠা বোল , ঝরনাধারা শক্ত তবু কমল জীবন জল। সবার চোখের জল , একই যে রঙ , আঁখি-জলে কল , না জলের সাথে ছল , গাছের বুকে রসালো জল , মাছের সাথে সর্ব প্রাণের জন্য জল , তবু জল পিপাসায় মরে প্রাণ আর বাঁচে জান। জল তো কাটলে হয় না ভাগ , রক্তের-বাঁধন কেন এত ভাগ-ভাগ , জল-জলে মিশে থাকে রঙটা যে তফাৎ । ২৮.১১.২০২৩

ভদ্রলোক (মোঃ রহমত আলী)

ছবি
ভদ্রলোক ============ মোঃ রহমত আলী ============ মানুষের মাঝে ইনসান যে , খুঁজে পাওয়া -তাই বড় দায় , আছে সবই ঠিক-ঠাক , দেখে মনে তো হয় মানুষ। স্বভাবে মনুষ্যত্বের অভাব , ব্যবহারে বিরাজ বৈহিক আদব , অহংকারী অনেকেই চরম বেয়াদব। সুগন্ধি শরীরে মেখে অন্তরে দুর্গন্ধ , পোষ মানিয়ে চলে স্বার্থ , সন্ধির ছলে পয়সার ফন্দি , জিম্মি চুক্তিতে মুক্তি আজ বন্দী। মানুষের মত মানুষ তো সবাই , ব্যবহারের সাথে পরিচিত হই , তা এক কথায় মানসিক মনুষ্যত্ব , মানবতার অনুসন্ধানী তার পরিচয়। যে মানুষকে মূল্যায়ন করেনা , অথচ সে নিজে খুব ভদ্রলোক , উচ্চপদে তাই তো বুঝি দাপট। বিনয়ী মানবিক মানবিকতা গুলি কেমন যেন মরে যাচ্ছে দিন-দিন , মানুষ জনের রহস্যময় কু-লোভে। মানুষ ছিল দেখতে রূপের-রূপে , ধরা খেলো নিজ কর্মের মর্ম গুণে , আমিও মন্দ তাই বলি সবার আগে ॥ ২৮.১১.২০২৩