পোস্টগুলি

সেপ্টেম্বর ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দাওয়াত

ছবি
দাওয়াত ============ মোঃ রহমত আলী ============ চুলো তাই রোজ জ্বলছে জ্বলার , ধুলো রোজ তাই উড়ছে হাওয়ায়। পথ তাই চলছে পথিক রোজ চলার , ভাগ্যচক্র তাই রোজ ঘুরছে সময় , বাজার তাই সব চলে কেনাবেচা। বিলাপি আনন্দে খুশি খুঁজে কাহারা , বাজারের খবরে কারা যেন কাঁদে-রে , বেড়েছে দামে দশ গুণ কমেছে এক , এই বলে হিসাব হল বরাবর সাহেব। কারো চুলো জ্বলার ধোঁয়ায় , কারো চোখে বহে কান্নার জোয়ার , থেমে নেই তবু এগিয়ে চলা সময় সবার। চুলো জ্বলার তাই জ্বলছে রোজ , রান্না-ঘরে কাঁন্নার কে করে খোঁজ। উদ্যানে বসে ক্ষুধার উন্মাদনায় উদ্দাম , তারা অপেক্ষায় খাবার প্রতীক্ষায়। যখন ফুল চোরের গলায়- ফুলের-মালা , তখন মাছ ধরতে গিয়ে জেলে তারা ! এখন সবার মুখে হারানো চাবির তালা , জ্বলছে চুলো অনেকের তবু পেটে জ্বালা। তিন চাকায় ঘুরছে ভাগ্য চাচা , বছর-বছর হয়নি খাওয়া ইলিশ-ভাজা। অথচ রোজ সুবাস ছড়ায় রান্নার ঘ্রাণ , যার নসিবে যা তাই হবে তার খাওন । ০৫.০৯.২০২৩