পোস্টগুলি

জানুয়ারী ২২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"বঞ্চিত'জনতা'কণ্ঠ"

ছবি
"বঞ্চিত'জনতা'কণ্ঠ" =============== মোঃ রহমত আলী =============== আমি ঐ কন্ঠ ! যে কন্ঠ ! বঞ্চিত ভাষার উত্থান। আমি ঐ জনতার আওয়াজ, যে সব জনতা গঞ্চিত ইতিহাস, যাদের আওয়াজ আজও তুলে-নি কোন ইতিহাস, আমি হতে চাই ঐ সব জনতার আওয়াজ যাদের কন্ঠ বঞ্চিত শব্দ। সাক্ষী আজও ইতিহাস বঞ্চিত জনতা কণ্ঠ  গুমরে করে প্রতিবাদ, ভাবন(স্রষ্টা)-তরে দেয় আওয়াজ মানবতার জন্য প্রতীত -তান। সাধারণ জনতার বঞ্চিত কন্ঠ ভব-তরে দেয় পুকার অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার চায় ভাবন-তার রায়। আকাশ ভারী ! আজ জামিন ভারী ! ভারী বাতাস বহে, বে-মানবতার হিসাব চাহে গুমরে বঞ্চিত স্বরে ! ===২৩-১০-২০০২===

বঞ্চিত অধিকার -

ছবি
বঞ্চিত অধিকার - ===================== মোঃ রহমত আলী ===================== সংসারে সবই আছে মোর, আমি শুধু হতে- পারলুম না কারো আপন। বঞ্চিত আমি পারিবারিক সমাজে কলুষিত অধিকারে, সকলের সনে-সনে তুচ্ছ করিয়াছে আমোরে সামাজিক রীতি, বঞ্চিত অধিকার রয়েছে আমোর পরিবারে বন্দী। এককালে মোর ক্ষুধার্ত দেহ, অসহায় পরিণাতে এ ভবে ঘুরছিল আশাবাদে। কেহ! নাহি দিলো তবে সাহসা মোরে আপামনে। এক শিশু মোর পরিণত শুনে অনুভূতি দিলে মানবতার বন্ধুরে। আর সবে বন্ধু আমা মশকরা করি-লো পরিণাত আমা, তামাশা করে হেয়ালিতায় সাজাই-লো আমা মাজবুরি, এইতো বঞ্চিত অধিকার। ণা-কী ! ===১৮-১২-২০০২===