পোস্টগুলি

ফেব্রুয়ারী ৪, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যথার্থ যদিও - ( মোঃ রহমত আলী )

ছবি
যথার্থ যদিও - ============= মোঃ রহমত আলী ============= আমি দেখেছি , ফুলগুলো কিভাবে কেন ঝরে যায়। আমি দেখেছি , কিছু কান্না কেন জমাটবাঁধা অশ্রু হয়। আমি দেখেছি , প্রেমের অসুখেও কেউ সু'সুখে রয় ! আমি দেখেছি , রুমালে শুকিয়ে-যেতে আঁখিজল হায়্। আমি দেখেছি , আপনজনেরাও কতটাইনা স্বার্থপর হয়ে যায়। আমি দেখেছি , কেমন-করে, বন্ধু হঠাৎ পিঠ দেখিয়ে দেয়। আমি দেখেছি , আপন রক্ত যখন স্বার্থের দ্বন্ধে দুশমন হয়ে রয়। আমি শুনেছি , মহা-বীরের কান্না বিলাপ। আমি শুনেছি , রাজার হাসির আওয়াজ। আমি শুনেছি , বাউলের সুরে-সুরে যে আভাস। আমি শুনেছি , পাগলীর করুণ ইতিহাস। আমি শুনেছি , অসহায় রোগীর আর্তনাদ। আমি শুনেছি , স্বজন হারানোর আহাজারি। আমি শুনেছি , গর্জে উঠা বাদলের প্রতিবাদ। আমি জেনেছি , মানুষের জন্য’ই মানুষ। তবুও দেখা যায়, কেউতো কারো’র নয় ! আমি জেনেছি , বিপদে এগিয়ে আসে মিত্র। তবে কই আজকাল দেখা যায় সে চিত্র ! আমি জেনেছি , মানবিক হতে হবে। তবে কোথায় ; তথাপি মানবতা আজ ! আমি জেনেছি , শ্রদ্ধা বড়দের প্রাপ্য। আজ আর কই তা স্বল্প ; শুধুই কি গল্প ! আমি জেনেছি , শিক্ষাই জাতির আলো। শিক্ষিতরা এখন কত রূপে কত ভালো ? ...