পোস্টগুলি

জানুয়ারী ১১, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আত্মহারা - (মোঃ রহমত আলী)

ছবি
আত্মহারা - ============ মোঃ রহমত আলী ============ উঠে দাঁড়াও বন্ধু তাদের সম্মানে, যারা কৃষক,যারা দিনমজুর শ্রমিক, কেন প্রাপ্য মর্যাদা তাদের হবে না, তারা শ্রমজীবী সংসারে সংগ্রামী। উঠে দাঁড়াও সাহেব,এগিয়ে যাও, বুকে জড়িয়ে নাও,সহানুভূতি নয়, ভালোবেসে তাদের ভালোবাসা দাও, পরিশ্রমে যাদের সাজানো এ মহল। উঠে দাঁড়ান ভাই,এগিয়ে চলেন, ভালোবাসায় অন্ধ ভিক্ষুকের সাহায্যে, গরিবের বস্তিতে মানবতা দেখান, ক্ষুধার্ত পাগলের সম্মানে সালাম। থামেন মশাই দাঁড়িয়ে যান, চলতি পথে তাদের সম্মানে, যারা কনকনে শীতে গভীর রাতে, নিদ্রিত আছে কষ্টে ফুটপাতে। থামুন উঠে দাঁড়ান তাদের সম্মানে, ওহে সম্মানী সমাজের সম্মানিত ॥ দেখেন ঐ ডাস্টবিনে কারা ! পরিচিত নাকি টোকাই পথশিশু তারা ? আহারের তালাশে মগ্ন আত্মহারা, তাদের ভালোবাসতে দাঁড়াবেন কী ? কে পন্ডিত সম্মানী মানবতার বন্ধু ! উঠে দাঁড়ান বিবেচ্য সম্মান প্রাপ্য কার ? ১১.০১.২০২৪