পোস্টগুলি

মে ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আগুয়ান -

ছবি
আগুয়ান - ============ মোঃ রহমত আলী ============ হও আগুয়ান আজকের সব জোয়ান, অন্যায় অপরাধের সামনে করো, সবে মিলে কঠোর কন্ঠে প্রতিবাদ। দিলে পরে সবাই এক আওয়াজ, জুলুম অন্যায় হবে নিশ্চয় পিছপা। তবে হও আগুয়ান ভয় পেও না সবে, এই সময়ের যতো আছো যুবক জোয়ান। বৃদ্ধের লাঠি পারে যদি করতে প্রতিকার, তবুও পাবে না তো কি ? তোমরা লজ্জা, একটুও ওহে আজকের নওজোয়ান। দেখো নও তুমি একা,সাথী আছে নিশান, তো দাও দৌড়,এক আল্লাহ মহা মহান। হও আগুয়ান ওহে সব নব নওজোয়ান, তোমাদের কর্মমুখী চেয়ে আছে, শত শত বৃদ্ধের মান-অভিমান ! তবে ডর কেন এত ? ওরে জোয়ান, হয়ে যাও খোলা সব অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদী আজি এক সাথে আগুয়ান। জেগে দেখো কত শিকারী আছে, আজও জাল পেতে,বিবেক গুলো বন্দী, বিমুখ হয়ে মনের অন্ধকার কারাগারে। ওঠো-জাগো-দেখো এরা কেমন একদল, মৌমাছি আর পিঁপড়ের সংসার সংগ্রাম। তবে হও না কেন তুমি যোদ্ধা আগুয়ান, মেনে নিও না অন্যায়ের সুরে-সুরের গান। তাই বলি যে আছো আজ জোয়ান, প্রতিবাদী হয়ে উত্তম সততার হিম্মৎ এ, জোশ-জুলুসের সঙ্গে হও আগুয়ান হও॥ ০৫.০৫.২০২৩