পোস্টগুলি

জানুয়ারী ৬, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবলম্বন (মোঃ রহমত আলী)

ছবি
অবলম্বন ============ মোঃ রহমত আলী ============ হারিয়েছে যা আর সন্ধান করি না, ঐ দূরে যা আছে তার অনুসন্ধানে, চিঠিপত্র পাঠানোর দিন শেষ, পত্রিকায় ছাপানো হারানো বিজ্ঞপ্তি, তা খুঁজে-খুঁজে আজও ক্লান্ত পথিক। পাওয়া গেলো অবশেষে সান্ত্বনার বাণী, মুছাবে আর কে কার চোখের পানি। সামাজিক সূর্য -টা যখন হারিয়ে যায়, তখন মনোযোগী চাঁদটাও কালো মেঘের অন্তরালে লুকিয়ে থাকে। তাই লোকালয়ের মাঝে হারিয়ে যাওয়া এক নীরবতা কে খুঁজে চলা অবিরাম, তবে সবুজ পাতাকে গ্রাস করেছে, ধুলো আর ধুলো,তাই সামাজিকতার নিঃশ্বাসের বিশ্বাস কালো আর কালো। হারিয়েছে যা তার তালাশে মগ্ন ফকির, তার লাঠিটা ছিল সাথী,বৃদ্ধ বলে কথা ! যাযাবর অভিযাত্রী জানে সম্বলটুকু, জমানো এক নিষ্ঠুর অবলম্বনের পুঁজি। যদিও এখন আর চিঠি আসে না, তবুও ডাক পিয়নের অপেক্ষায়, জর্জরিত ডাকবাক্স মহা-মায়ার ইতিহাস। ০৬.০১.২০২৪