না সহজ না কঠিন ( মোঃ রহমত আলী )
না সহজ না কঠিন ============== মোঃ রহমত আলী ============== খুব একটা মুশকিল ছিল না তো ; সোজা পথ ধরে মঞ্জিল খুঁজে পাওয়া। ঠিকানা সঠিক হওয়া সত্ত্বেও ; ভুল পথে চলে লাভ কী বন্ধু ! মাকড়সার মতো দুর্বল জাল বুনে যারা চলে স্বার্থলোভী বাসনা লয়ে, তাদেরকে ধিক্কার যুগের শ্রেষ্ঠ সন্তানের। খুব একটা কঠিন তো ছিল না ভাই ; সৎ পথের সাধক থেকে যাওয়া। অসত্য আর অসৎ কু-পথে কে জয়ী ? যদি জানো তবে বলো.. জানতে চাই ! সহজ কথা.. যা দেখা যায়, তা মাত্র চাকচিক্য আর ধোঁকা। এ এক সরল রেখা যা আসান, তো সৎ পথে ধাবিত ক'জন পথিক। খুব একটা সহজ নয়.. আবার জটিলও নয় বটে। তবে জোয়ার-ভাটা আর আগুন, পানি, হাওয়া, ও সময়.. তার বহমান স্রোতে, ঘুরেফিরে আসবেই আসবে ; মোটকথা প্রকৃতি শিক্ষা দিয়ে যায়। তবুও যদি তা সময়ে গুরুত্বসহ গৃহীত না হয়, তাহলে নিশ্চয় প্রকৃতির প্রতিশোধ ! তিলে-তিলে প্রাকৃতিক ভাবে ঘটবেই ঘটবে।। ১৪.০৪.২০২৫ পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার।