পোস্টগুলি

মে ২৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছায়াসঙ্গী

ছবি
ছায়াসঙ্গী ============ মোঃ রহমত আলী ============ মুখে সুখ, অন্তরে অসুখ, পথে চলে, তুলে পাথর, ভাঙা মনে, নতুন খবর। ভুলে গেছি, আজ শপথ, ঘুরে দেখি, পিছু আপদ, কেটে গেছে, হয়তো বিপদ। মাঝে মধ্যে, লাগে উদাস, একা কেউ, হাসে উন্মাদ, তবু ছায়া, সঙ্গী আপন। এক কষ্ট, যখন শব্দের, কার সুখ, তখন জানেন, স্বপ্নে তবু, নতুন ভাঙ্গন। হাতে ফুল, মুখে বিষাক্ত, কেন এই, নিয়ম আসক্ত, যাই খুলে, বাধন বিভক্ত। আশা শেষে, আশ্বাস বহাল, ব্যাথা কিনে, খুশি লুটান, ছায়া সাথী, পরম অন্তিম। ব্যাথা মাখা, জীবনে আরজু, কবে দেখা, সুখের চাঁদনী, রাত জাগা, মেঘের পালকি। ছায়া মায়া, আজও চাওয়া, ডানা ছাড়া, উড়ন্ত হাওয়া, বন্দি পাখি, স্বাধীন হওয়া। ২৩.০৫.২০২৩