হুঁশিয়ার

হুঁশিয়ার
============
মোঃ রহমত আলী
============
হুঁশিয়ার সব অত্যাচারীর দল,
হুঁশিয়ার সব পাপিষ্ঠ মানব।
অনেক অত্যাচার করেছ তোমরা,
আর নয়-আর নয়,
এখনো সময় আছে,
হয়ে যাও সব হুঁশিয়ার।

আমি জ্বালামুখ,
আমি অশান্ত ধূমকেতু,
আমি জ্বলন্ত আগ্নেয়গিরি,
আমি ভূমিকম্প,
আমি করে দেবো শান্ত,
অনাচার,অবিচার,অত্যাচার,
হুঁশিয়ার সব হুঁশিয়ার।

আমি গ্রহ,
আমি উপগ্রহ,
আমি সূর্য,
আমি চন্দ্র,
আমি নক্ষত্র,
আমি নিজে এক ইতিহাস,
হুঁশিয়ার হয়ে যাও সবাই।

আমি উত্তাল সাগরের শেষ ঢেউ,
আমি নদীর প্রথম জোয়ার,
আমি একটি ম্যাচের কাঠি,
জ্বালিয়ে দেবো সব অন্যায়।
হুঁশিয়ার হয়ে যাও সব অপরাধী,
আমি শেষ করে দেব তোমাদের।

০৯.০৯.২০০০

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)