পোস্টগুলি

মে ৩০, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পত্রিকা (মোঃ রহমত আলী)

ছবি
পত্রিকা ============ মোঃ রহমত আলী ============ পত্রিকা তোর পাতায় লেখা কত কথা, জল্পনা কল্পনা পূর্ণাঙ্গ নয়তো গল্পটা অল্প, সত্য মিথ্যা আরও অভিনয়ের খেলা, রাজা,প্রজা,নেতা,চোর,ডাকাত, কালোবাজারি,নেশাখোর,পতিতা ! তোর বুকে আঁকা ছবি,দশের কথা, দেশের ভাষা,কৃষক আর গরীবের ব্যথা, আচার আচরণ অত্যাচার চোখে দেখা। পত্রিকা তুই ইতিহাসের প্রমাণ, ঘটে যাওয়া অঘটন আর ঘটনার। নারী অধিকার সহ সাক্ষী তুই দাঙ্গার ! ভাঙাগড়া দুর্ঘটনা কাহিনী স্বাধীনতার, কামার,কুমার,জেলে,তাঁতী,ব্যবসায়ী, কামলা,আমলা,চালবাজ চক্রের হামলা, পত্রিকায় শহর প্রান্তর সারা গ্রাম বাংলা। পত্রিকা তুই নিজে বড় এক কাহিনী, তোর জন্য আছে কলম যোদ্ধা বাহিনী, কবি,লেখক,সাংবাদিক,কেউ আবার সাংঘাতিক আরো সম্পাদক প্রকাশক, নায়ক,নায়িকা,গায়ক,গায়িকা,সুরকার, গীতিকার আরও কত কি ! মোটামুটি সব খবর সাদা-কালো রঙ্গিন সব পত্রিকায়। পত্রিকা তোর নাম আছে ভিন্ন ভিন্ন, তবে কর্মকাণ্ড একই দুর্দান্ত সাহসী তারই মাঝে কেউ সৎ , কেউ অসৎ , যাই হোক প্রকাশিত হয় রোজ খবর। বিভিন্ন বিজ্ঞপ্তি আর আবহাওয়া সংবাদ, পারিবারিক,সামাজিক,বিচারিক, সাধু,অসাধু,কবিরাজ,ডাক্তার,দালাল, তৃতীয় লিঙ্গের হাসি ক