পোস্টগুলি

mdrahmatali566.blogspot.com লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কি এ জীবন -

ছবি
কি এ জীবন - ============ মোঃ রহমত আলী ============ কি এ আমাদের মানব জীবন, আজও ঠিক বুঝা হলো না। এ জীবন কি কোন রাতের শিশীরে ভেজা ঘাস। নাকি মাঝ দরিয়ায় কোন ডুবন্ত কিস্তি। এই নয়তো তবে আর কি ? এ মানব প্রাণ যার নাম জীবন। কখনো আবার মনে হয়, আমার এ জীবন যেন, কোন মরুভূমি প্রান্তরের খুবই পরিশ্রান্ত ক্লান্ত এক উট। নয়তো আবার বুঝি ! এক বৃক্ষ যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আকাশ পানে নয়ন মেলি। এছাড়া আর কি হতে পারে, এ জীবন মানে- যা একবার শুরু হয়ে চিরতরে শেষ হয়ে যায়। কি এ জীবন ? কিভাবে শুরু আর কোথায় গিয়ে-ই বা শেষ। মরণ কি এর শেষ ঠিকানা ! নাকি মরণের পরেও আর কিছু আছে এ জীবনের। তবে কি ? কি ? মনে হয় আমার এ মানব জীবন, যেন একরাশ কালো মেঘ, যার আসল সীমান্ত ঐ আকাশ। কি এ জীবন ? সংগ্রামী কোন মিছিল, নাকি ! ভালোবাসায় ভরা এক উড়ন্ত চিল। না আবার চিতায় পুড়া ছাই, এই নয়-তো তবে কি এ জীবন ? এ জীবন কি ! জ্বলন্ত কোন চিরাগ, না জমানো এক বরফ টুকরা, যা নিমিষেই গলে-গলে হয়ে যায় জল। নাকি কারো রিস্তায়-বন্দি এক কাক, এ মোদের মানব জীবন। এ মানব জীবন কি ! অতীতের শুধু রাশি রাশি স্মৃতি, নাকি ভবিতব্যের কোনো এক স্বপ্ন। না আবা

"কণ্ঠস্বর" !

ছবি
"কণ্ঠস্বর" ! =============== মোঃ রহমত আলী ==================== তুমি কি ! করে বলো আমি সর্ব মানে পরিপূর্ণ। হয়তো তুমি ধার নিয়েছো কারো পণ্য, নয়তো বুঝি তুমি, চুরি করেছো কারও অন্য। তাহলে তোমরা বড় বড় দানবে, কি করে ! হবে আর ধন্য। কখনো আবার তুমি, এক অসহায় কে ডেকে শুনায়ে দিলে আশা বাণী লম্বা করে, আবার একদা সুযোগ বুঝে হতাশ গ্রস্ত কে করে দেলে কুরবানী। তুমি কি ! ভেবে দেখেছো, কভু অর্থহীন এ সারা তবো এক জীবনের সংগ্রহের সাধন। তবে কেমনে তোমরা, কিছু এক জন-সভে মানবের সনে মানবতার ব্যবহারে করছো বে-ধরন, অভি নামের লাগি তোমরা সবে শুনিলে না শুনেও সেই সব সে, সে, এক-এক বঞ্চিত জনতার হতদরিদ্রোর দরদ। তুমি কি ! শুনেছো কভু  ঐ বোবা কণ্ঠের ক্রন্দন, যাদের স্বর কোন সভ্য করিতে চাহেনা সহজেই শ্রবণ, সমানে-সমান -সমো মানবের কণ্ঠ, তবে কেন ? মানবেতর এক অন্ধকার কাফনে লুকায়িত স্বর অপূর্ণ ! ===২৫-০৫-২০১১===