পোস্টগুলি

সেপ্টেম্বর ২, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নিথর দৃষ্টি (মোঃ রহমত আলী)

ছবি
নিথর দৃষ্টি ============= মোঃ রহমত আলী ============= ইচ্ছেগুলো বন্দী জীবন্ত কারাগারে, বিপদের দিনে হয় প্রকৃত শিক্ষা, সময়ের ব্যবধানে সময়ের পরিচয়ে, জানতে চেয়ে শেষে চিনতে পেরে, সান্ত্বনাতেও যে আক্রোশ লুকায়িত, তা অনুধাবন হয় অন্তরালে অনন্তকাল। নিরাশার পরেও আশা গুলো জাগে, একটু উকি দিতে চায় ভরসার সন্ধানে, যাই হোক বন্দী সময়ের কাছে পরিচয়। ইচ্ছেগুলো আজও পরাধীন, বন্দী অভিমানে কালক্রমের যাত্রায়, লাল চোখে জমাটবাঁধা অশ্রু মায়ায়। বন্দী ডানা কাটা পাখি খোলা খাঁচায়, অবাক নিথর দৃষ্টি আকাশ পানে অপলক, হৃদয় গভীরে অবিরত অনুভব,আজব প্রশান্তি। ০২.০৯.২০২৪