পোস্টগুলি

অক্টোবর ১২, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মন পাগলা -

ছবি
মন পাগলা - ============ মোঃ রহমত আলী ============ এক মনে প্রেম,এক মনে প্রীতি, এক মনের গোপন ভালোবাসা, মন বোঝে তবু মন মানে না, মনের-মানুষ মিলেনা-রে মন-পাগলা। মনে বড় সুখ,মনের অসুখ, মনের অন্তরে ছুপানো দুঃখ, মনের চোখে দেখি কত আবার, প্রেমের নব-নতুন রূপে-রূপ। এক চোখে অমর প্রেম-যমুনা, এক চোখে সংসার জীবন-সাধনা, দুচোখে একাকার এক আরাধনা। এক-মন চুপিচুপি খোঁজে মন-মহুয়া, এক-মন দেখে অন্তর চোখে, ভালোবাসার অদৃশ্য শত-কোটি নমুনা। এক মনে মিল,আরেক মনে অমিল, মনে-মনে গুন-গুন কত নব-গীত, মাঝে-মাঝে মোর মন-পাগলা ! খোঁজে বাউলা চোখে,স্মৃতির মন-ময়না। যতদূর যেতে পারি -না,তার থেকেও দূর, বহুত-দূর বজ্রের আগে চলে যায় মন, দ্রুতগতিতে সমুদ্রগর্ভ পেরিয়ে,ঢেউয়ের তালে নক্ষত্র গণনা শেষ না করেও, অরণ্য আকাশ-পাতাল আরো কত কি ! ভেদ করে স্বপ্নঘোরে রাজ্য জয়ী, একাই এই আমার মন-পাগলা ! ১২.১০.২০২৩