পোস্টগুলি

আগস্ট ১৯, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উত্তরণ -

ছবি
উত্তরণ - ============ মোঃ রহমত আলী ============ অভিমানে মন আর মান করে না, অসহায় সব মেনে নেয়,অভিনয় করে না, সুখ নেই যার দুঃখ নিতে আসেন। অভিযোগ গুলো সব জমা কফিনে, অনুভূতির মানবতা-টা জ্বলে আগুনে, মারা গেল প্রজাপতি তিমির কাননে। বুকফাটা কান্না নেই কোনো কানুনে, কারো মাথার পাগড়ি হয়ে যায় কাফন। নির্ধারিত মৃত্যু হবেই সব হায়াতে আপন, কবর যেমন হোক না হয়ে যাবে দাফন। খাঁচার ভিতর আর এক খাঁচায় বন্দী প্রাণ, পাখি উড়ে গেলে খুঁজবে তারা প্রমাণ। অধিকারের প্রশ্নে লাঠি বোল দ্বারা দমন, অনুরোধে সাহায্যের অভিনব নিপীড়ন, হবে অবহেলিত উত্তরের আখেরি উত্তরণ। বিবর্ণ মানবতা-র আজ স্তব্ধ বিচরণ, দুনিয়াতে ঘুরপাক বোবার করুণ ক্রন্দনা, না জানি কার মনে চলছে কি বন্দনা। এ কেমন নিয়মনীতির পাশবিক আচরণ, পাষাণের বুকে লুকায়িত কত যে কারণ ! মান অপমান সবই তো অবধারিত লিখন, সময়ে-সময়ের ব্যবধানে ইতিহাস স্মরণ, সবার ব্যথাই চোট পাওয়ার একই ধরন, কে অনুধাবনে নেয় কার দুঃখের বিবরণ । ১৮.০৮.২০২৩