পোস্টগুলি

অক্টোবর ১৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাঁটাতার

ছবি
কাঁটাতার ============ মোঃ রহমত আলী ============ সুখের প্রকৃত বন্ধু দুঃখ, দুঃখের প্রকৃত রূপ সুখ, অদ্ভুত মনে হলেও সব, সৃষ্টিকূল বড়ো অপরূপ, ভাঙ্গে এক কূল,আবার তো গড়ে আরেক কূল। সফল হচ্ছে পশু গুলো, কুফল ভুগছে শিশু গুলো, সুফল গেল কার ঘরে, তবু কুশল বিনিময় চলছে। বলছে কথা কানে-কানে, চাঁদের বুকে মাটি আছে, মঙ্গলগ্রহে শিলা ও মাটি, জমিনে যত মহা-মারামারি, খুনাখুনি মাটির জন্যই তো ! আহ্ কী মাটির মানুষগুলো, করছে মাটির ভাগাভাগি॥ ওপার টা ঐ তোমার, এপার টা এই আমার, মাঝখানে কাঁটাতার, দুই দেশের সীমানা ! নদীর বুকটা দুই ভাগে-ভাগ, জল তো হয় না যে ভাগ। তবু কেন এত বিদ্বেষ, জাতি-জাতি দেশে-দেশে, এতো যদি আছে ক্ষমতা, তবে দেখাও না শিলাবৃষ্টি, শীত গ্রীষ্মকাল থামিয়ে, চাঁদ-সূর্যের আলো করো ভাগ, দিন-রাত দেখাও তো থামায়ে, আরো যদি পারো তবে, ছায়া যেন না চলে সাথ-সাথ ? ১৫.১০.২০২৩