অনুভব ‐
অনুভব - ============= মোঃ রহমত আলী ============= উত্তরে দরোজা,দক্ষিণে জানালা, পূর্বে সীমানা,পশ্চিমে বিছানা, এটাই তো জীবন পথের ঠিকানা। নয়নে মমতা, হৃদয়ে ছলনা, দূরে থাকে ভালোবাসা, নিজ সাথে অশ্রুধারা। উপরে ধোঁয়া ধোঁয়া আকাশ, পদতলে মাটির জলরাশি, এই তো পথের দিশা। হঠাৎ দেখি আকাশ মেঘলা আবার দেখি আকাশ রঙিন কেন এমন নয়ন ধাঁধায় আমি। =====১৫|১১|২০০০=====