পোস্টগুলি

ডিসেম্বর ২৩, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রচার - (মোঃ রহমত আলী)

ছবি
প্রচার - ============ মোঃ রহমত আলী ============ সাঁতার জানে তবু,ডুবে মরে মাঝি, জাল চালতে নিষেধাজ্ঞা যে আজি। বড়-বড় মাছের তো পছন্দ হয় না, ছোট মাছের সাফল্যের সাঁতার, তবু ছোট দুর্বলদের হজম করে, আজ বড় মুখে যে তারা মহান। কেউ শোনেনা আমার গান, নিজেই কাটাই নিজের নাক-কান, গাই বেলা-অবেলা হরেক-রকম সুরে, নিজেই-নিজের জয়ের জয়-জয় গান। ভেদ ভেদাভেদ ভাঙতে গিয়ে, বিভক্ত যে হায় সমাজে ভাই-ভাই, শিক্ষিত হয়েও যখন মূর্খতা দেখাই। সাঁতার শিখে ভুলে ওস্তাদ, এখন নিজেই যে মাষ্টার, উপায় নেই বন্দী সমাজের সব, ছাত্র-ছাত্রী সহ অভিভাবকেরা। সবার উপর সফল প্রসারিত চাপ, নেই বাদ ধনী-গরীব ফকির তামাম, তবুও কঠিন আজ বোবা কন্ঠে কোনো দুঃখ কষ্টের টু-শব্দ প্রচার। কান্নাগুলো বাদ,হবে শুধু আনন্দ প্রকাশ, আমার উন্নতি আমি করবো প্রচার, বেশি সত্য বলবে তো মুখ বন্ধ তোমার, যাও সব দিতে মরুভূমিতে সাঁতার ॥ ২৩.১২২.০২৩