পোস্টগুলি

এপ্রিল ২৬, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখের রসদ ( মোঃ রহমত আলী )

ছবি
সুখের রসদ ============= মোঃ রহমত আলী ============= যত্নকরে দুঃখগুলো, আগলে রাখি হ্নদয়কোনে, সুখ যে নয় চির-সাথী, দুঃখ আমার দিবারাতি, দুঃখের সাথে বসত আমার, সুখের খোঁজে জনম পাড়ি। রত্ন আমার দুঃখগুলো, সুখের চেয়েও দামী, দুঃখ আমার চোখের মণি, অন্তরে তাই গেঁথে রাখি, সবাই চায় সুখের পরশ, দুঃখ আমার সুখের রসদ। ২৬.০৪.২০২৫