পোস্টগুলি

জুন ১, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধৈর্যের অধৈর্য

ছবি
ধৈর্যের অধৈর্য ============ মোঃ রহমত আলী ============ অধৈর্য হয়ে মোরা ধৈর্যকে খুঁজি, অন্তরে ধারণ করতে পারি না, তো মুখেই ধার্য শুধু ধৈর্য বলি। সবুরে মেওয়া পেয়েছে যে জন, অধৈর্য হবে না সে বিপদ যখন। তবে নীরব বীর তো সেই জন, ধৈর্য হারিয়ে অধৈর্য হয় না যে জন। ধৈর্যের তলোয়ারে বহুত ধার, অন্যায়-অবিচার-অত্যাচার, সব কেঁদে-কেঁদে,রব্ব তায়ালার কাছে, ধৈর্যধারী দেয় চুপচাপ বিচার, তিনিই করবেন রোজদিন ইনসাফ। ধৈর্যের দৈর্ঘ্য দূর সে তো বহুদূর, ধৈর্যশীলতা ও এক বড় নিয়ামত, কামিয়াব করে দেয় হর মুসকিল মুসিবত। ধাপে-ধাপে সহনশীলতা তো অমূল্য, অমর্ষিত হলেই শেষ অর্জিত মূল্য। বারংবার অপমানিত তবুও তো কেউ, আছে ধৈর্য-ধারণে হরদম উৎসাহিত। সততা আজকাল অমাবস্যায় পতিত, অসৎ যে জনে সে পূর্ণিমায় উজ্জীবিত। অধৈর্য হয়ে আর কোথায় করি নালিশ, সইতে বাধ্য,উপায় নেই তাই ধরি-ধৈর্য ! সামাজিক গঞ্জনা বুকে উদগ্রীব অধৈর্য । ০১.০৬.২০২৩