পোস্টগুলি

সেপ্টেম্বর ৪, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লোকদেখানো মিত (মোঃ রহমত আলী)

ছবি
লোকদেখানো মিত =============== মোঃ রহমত আলী =============== আমার প্রয়োজনে যখন বন্ধু তুমি নেই ! তোমার প্রয়োজনে তখন আমি কে হই ? আমি তো পর্যাপ্ত এগিয়ে বাড়িয়েছি হাত , তুমি তো কভু ধরো-নি এক আঙুল সমান ! আমি যে বারবার পিছু গিয়েছি তোমার , তুমি সেই দেখনি ছায়াটাও আর আমার। মুখেই শুধু সীমাবদ্ধ তোমার মধুর ভালোবাসা, অন্তরে ছিল কতটুকু তা বাস্তবে মিলেনা। প্রয়োজন বড্ড বড় হয়-না প্রিয়জনের, আয়োজন অন্তরে-অন্তরে প্রমাণ উপকারে। পানি যেমন নেভাতে পারে আগুন, তেমন আবার কেড়ে নেয় জীবনের ফাগুন। মতলব স্বার্থপর বন্ধুর চোখে,মুখে,অন্তরে, স্বার্থের জন্য রং ঢং রূপ বদলায়, বেলা অবেলা খনেখনে অভিনয়ে। বসন্ত বাদলে ঢাকা, বন্ধুর বিরূপ আচরণে, অন্তরের যমুনা শুকিয়ে শ্রাবণও ধারা নয়নে, যদিও নিঃস্বার্থ ভালোবাসা জীবিত রয় পরানে ! আমার চেয়ে তোমার আয়োজন বড়, তোমার চাইতে আমার প্রয়োজন আরো বড় তবে বলো বন্ধু বলো, মিছেই কি এ বন্ধুত্ব ! শুধুই বুঝি হায়্ দুনিয়ার লোকদেখানো। ০৪.০৯.২০২৪