হাসি খুশি সুখী
হাসি খুশি সুখী ============ মোঃ রহমত আলী ============ কে এই সুখী এ -তো নাম শুধু শুনি সে যে চিরদুঃখী তবে নাম তার সুখী। কে এই হাসি এ -যে শুধুই কাঁদে মুখে বিষ ফুল তবু নাম তার হাসি। কে এই খুশি নিজেরটাই বেশি বুঝি এ -সে মনের খুশি নাম তার তো খুশি । ০৫.০৮.২০২৩