হাসি খুশি সুখী

হাসি খুশি সুখী
============
মোঃ রহমত আলী
============
কে এই সুখী
এ -তো নাম শুধু শুনি
সে যে চিরদুঃখী
তবে নাম তার সুখী।

কে এই হাসি
এ -যে শুধুই কাঁদে
মুখে বিষ ফুল
তবু নাম তার হাসি।

কে এই খুশি
নিজেরটাই বেশি বুঝি
এ -সে মনের খুশি
নাম তার তো খুশি ।

০৫.০৮.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)