বঞ্চিত অধিকার -

বঞ্চিত অধিকার -
=====================
মোঃ রহমত আলী
=====================
সংসারে সবই আছে মোর,
আমি শুধু হতে-
পারলুম না কারো আপন।
বঞ্চিত আমি পারিবারিক
সমাজে কলুষিত অধিকারে,
সকলের সনে-সনে তুচ্ছ
করিয়াছে আমোরে
সামাজিক রীতি,
বঞ্চিত অধিকার রয়েছে
আমোর পরিবারে বন্দী।

এককালে মোর ক্ষুধার্ত দেহ,
অসহায় পরিণাতে এ ভবে
ঘুরছিল আশাবাদে।
কেহ! নাহি দিলো তবে
সাহসা মোরে আপামনে।
এক শিশু মোর
পরিণত শুনে অনুভূতি
দিলে মানবতার বন্ধুরে।
আর সবে বন্ধু আমা
মশকরা করি-লো পরিণাত
আমা, তামাশা করে
হেয়ালিতায় সাজাই-লো
আমা মাজবুরি, এইতো
বঞ্চিত অধিকার। ণা-কী !

===১৮-১২-২০০২===

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)