ভদ্রলোক (মোঃ রহমত আলী)

ভদ্রলোক
============
মোঃ রহমত আলী
============
মানুষের মাঝে ইনসান যে ,
খুঁজে পাওয়া -তাই বড় দায় ,
আছে সবই ঠিক-ঠাক ,
দেখে মনে তো হয় মানুষ।
স্বভাবে মনুষ্যত্বের অভাব ,
ব্যবহারে বিরাজ বৈহিক আদব ,
অহংকারী অনেকেই চরম বেয়াদব।
সুগন্ধি শরীরে মেখে অন্তরে দুর্গন্ধ ,
পোষ মানিয়ে চলে স্বার্থ ,
সন্ধির ছলে পয়সার ফন্দি ,
জিম্মি চুক্তিতে মুক্তি আজ বন্দী।

মানুষের মত মানুষ তো সবাই ,
ব্যবহারের সাথে পরিচিত হই ,
তা এক কথায় মানসিক মনুষ্যত্ব ,
মানবতার অনুসন্ধানী তার পরিচয়।
যে মানুষকে মূল্যায়ন করেনা ,
অথচ সে নিজে খুব ভদ্রলোক ,
উচ্চপদে তাই তো বুঝি দাপট।
বিনয়ী মানবিক মানবিকতা গুলি
কেমন যেন মরে যাচ্ছে দিন-দিন ,
মানুষ জনের রহস্যময় কু-লোভে।
মানুষ ছিল দেখতে রূপের-রূপে ,
ধরা খেলো নিজ কর্মের মর্ম গুণে ,
আমিও মন্দ তাই বলি সবার আগে ॥

২৮.১১.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)