সূর্য -
সূর্য -
=====
মোঃ রহমত আলী
=============
সূর্য আমি উদিত হবো,
পৃথিবীকে আলো দেবো,
আমার আলোতে কারো
মনে আঁধার নামবে,
কারো মনে আলো বইবে।
সূর্য আমি ধানক্ষেতের
জমিকে উর্বর উড়ে যাব,
চাষির মনে হাসি দেখার জন্য।
সূর্য্যের আলোতে তো,
পৃথিবীর আঁধার কেটে যায়।
কিন্তু আমার মনের
আঁধার কাটবে কি করে।
কাদা পথ শুকনো হয়
সূর্যের তাপ পেয়ে।
নীরবতা পালিয়ে যায়
সূর্যের রশ্মি দেখে।
ঐ আকাশে সেই সূর্য
যে সূর্য আমাকে
বানিয়েছে প্রিয় হারা।
০৬.০৫.২০০০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥