এ অপেক্ষা চলবে ( মোঃ রহমত আলী )
এ অপেক্ষা চলবে
==============
মোঃ রহমত আলী
==============
তুমি তো ভুলেগেছো আমায় ,
আমি তো ভুলিনি আজও তোমায়।
প্রেমের ফাগুনে আগুন দিয়ে ,
কাঁদছো কেন ওগো মিছে মায়ায়।
যে পথ দিয়ে তুমি গেলে গো চলে ,
সে পথেই আছি আমি আজও চেয়ে।
তুমি আসবে বলে এলেনা প্রিয় !
অপেক্ষার প্রহর রাত শত ,
প্রতীক্ষায় কত মেঘলা দিন হলো গত ,
পুবের সূর্য পশ্চিমে, পশ্চিম থেকে চন্দ্র পূর্বে ,
রংধনু উত্তর থেকে দক্ষিণে উঠে গেল চলে !
তবু তুমি এলেনা আমার উঠোনে ছায়াতে ;
এ অপেক্ষা চলবে জনমভর তোমার মায়াতে।
১৯.১২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥