জাগ্রত মিলন মেলা
জাগ্রত মিলন মেলা
==============
মোঃ রহমত আলী
==============
আসছে দিন সামনে সময়,
জাগ্রত মিলন সাহিত্য মেলায়
বন্ধুগণ হাজির হন।
সাহিত্যপ্রেমী জাগ্রত সাহিত্যের
মহামিলন মেলায় মহানায়কের ডাক।
সব রেখেছেন আয়োজন,
চলে আসেন সব-প্রিয়জন,
এপার বাংলা ওপার বাংলা
এক হবে সব জাগ্রত সভায়।
শিহাব রিফাত আলম ভাই,
জাগা জাগ্রত পাতায়-পাতায়,
বহুদিন-বহুকাল বেঁচে থাকবেন,
ইতিহাসের কলম খাতায়।
আবৃত্তিকারদের অনেক সম্মান,
সাংবাদিক,সাহিত্যিক,লেখক,
কবিদের মনের-প্রান,
প্রকাশক সম্পাদকের জানের-জান,
মহা অগ্রনায়ক বহুত সভায়,
শিহাব রিফাত আলম স্যার ॥
২৮.০৯.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥