দাবিদার -

দাবিদার -
=============
মোঃ রহমত আলী
=============
কতদিন তোমরা আর দাবিয়ে রাখিবে
দাবিদার সেই এক অধিকারী কে।
সকল বিপত্তি কাটিয়ে জয় করিয়া
নিবু সবে কালজয়ী দুঃস্বপ্নের মোহ।
বঞ্চিত হয়ে ও অধিকারে
বজ্রপাত হইছে নয়ন আঙ্গিনাতে।
শেষ দাবি তার একটাই,
অধিকারে বঞ্চিত দাবিদার তাই।

দরদ আর নাহি জাহানে দরদিয়ায়,
শুধু কি ডুবে কাস্তি দরিয়ায় এ দিলের।
দাবিদার ও আর তার,
মরিয়া গেল তবে কি?
দাবানলে দেবে কত আর,
রাখবে তোমরা সেই সে,
এক এক দাবিদারি কে !
আমার নেই কি কোন তার উপর
অধিকার, তবে কেন সে আমায়
মানে না তার সত্য এক দাবিদার।

দরদ দিয়া ও সে আমায়
নাহি দিলে কোন দাওয়াই,
তবে কি সে আমায়,সত্যি দিলে
হামেশা মনের বদদোয়াই।
দূরেই রবে আমি আর সদা,
সব দাবি লয়ে,নাহি কবে তোমায়
আর কিছু,কোনও এক দাবি লয়ে।

বঞ্চিত দাবিদার তবুও
বন্ধু আমি তাই কি তার।
যে সত্য দাবিদার সেই যে,
কভু তাকায়-নি ফিরিয়া আর,
তবু যে আমরা সবে
তারই তারিফ করে যাই।
দাবিদার এক রোজ কাল পেরিয়ে,
আছে একই দুয়ারে দাঁড়িয়ে।
দিন দিন সে দোয়ার মতোই
বদদোয়া করে,নিরুপায় অপূর্ণ
যত সব হক দাবি লয়ে।

দাবিদার কহে দেনাদারকে,
মনে রাখার ছিল তোমার,
নাকি স্মরণ করানো আমার।
দাবি নিয়ে দাড়াবো কেন ?
পিছ পিছ তোমার দরজায়।
একালে মিটিয়ে দাও,সব দাবি সবার,
নয়তো শেষ দরজায় পাবেনা পার।

কতদিন আর তোমরা দমিত রাখিবে,
অবহেলায় সেই এক অধিকারী কে !
দাবি তার একটাই দুর্বল যে অধিকার,
তাই সব দাবি তার এক কন্ঠে ফুকার,
করছে তারা সত্যকে অস্বীকার,
দাঁড়াতে পারছে না দুয়ারে অধিকার।
দাবি নহে তাহার দুর্বল,
আছে মনে-মনে বহু বল,
সত্যের দাবিতে মিথ্যার হুঙ্কার,
দাবিদার কেঁদে ফেরে দ্বারে বারে-বার,
তবু নাহি পাষাণের ঘুম ভাঙ্গিলে হায়্ !

০২.০৯.২০০৫ || ০৭.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)