পরখ -
পরখ -
============
মোঃ রহমত আলী
============
চোখে এত কাঁটা,
বুকে কত আর !
মুখে মধু,হাতে ফুল,
ঘিলু -সু বা কুবুদ্ধির মূল।
যত চুল মাথায়,
মন জানে লেখা,
তারও অধিক
গুনাহ আমলনামায়।
যতই হবে জুলুম,
তারও অধিক হবে ধৈর্য,
পরীক্ষা এটা কঠিন,
সফল একদিন হবেই সত্য।
বদন জুড়ে ক্ষত,
অন্তরে অদেখা ঘাত,
পুষ্প তবু ছড়ায় সুবাস,
মৌমাছি বাঁধে নিবাস।
চোখের দেখা গোলকধাঁধা,
উচিত কথায় সাজা,
পরখ করে সাক্ষ্য প্রমাণ,
সহজ কি ? জটিল সমাধান !!
১৭.১০.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥