দীর্ঘণীশয় –
দীর্ঘণীশয়
============
মোঃ রহমত আলী
==================
দীর্ঘণীশয় তে ও আছে বুঝি
লুকিয়ে কারো কোন বিষয়।
বর্ণনা চাইতে গেলে ও সে
দেয় আর একবার গভীর নিশয়।
মনের দুখের এই নির্মম
যন্ত্রণাময় বর্ণনা কাউকে
বুঝায়ে যায় না' গো' বলা।
বন্ধু যবে বেঈমান,তবে দীর্ঘণীশয়
কি আর করিবে কোন এহসান।
দীর্ঘ, দীর্ঘ, আয়ু আর নয়
নিশয় গহির মাঝে কি ?
লুকানো শুধুই বিষের বিষয়।
এখন তো আর বিশ্বাস নাহি
করে রঙ্গের উপর রংধনু।
তবু আজও জোয়ার ভাটার
নদে নেই কোন কমি।
কোলাহলের বর্বর অরণ্যে
যায়না শুনেও শুনা,
সততার সত্য আকুতি।
তাই তো দীর্ঘণীশয় হতাশায়,
কহে উঠে বারোবার,মম
কুঞ্জের দেখেছো কি বেহাল দশা।
এক কান শ্রবণে শূন্য,
এক চোখ দিবালয়ে ও
আলোতে অন্ধ,কণ্ঠ গুলো
কেন যেন ন্যায়ের আওয়াজ
দিতে নিস্তব্ধ-তাই কি?অনুভবে
পাওয়া যায় যে,দীর্ঘণীশয়
হতে হৃদয় পোড়ার গন্ধাঁন্য।
১১.০৭.২০১৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥