"অন্ধ চোখে পানি"
"অন্ধ চোখে পানি"
================
মোঃ রহমত আলী
====================
যার জন্য কাঁদে, মনের গভীরে
লুকানো আর-এক-মন,
সেই নোনা জলে, ডুবা চোখে মারে
বাদামি লেবুর নিংড়ানো রশ।
ছলো-ছলো চোখো পাতায়,
দেখা যায় খুব সহজেই ঝড়ছে
অঝোরে মনের ব্যথায়।
বর্ণ বালীর এ কেমন রং
অন্তর পুড়ে ছাই হলে
সুবাস পায় যেমন গান্ধ।
গর্ব করে ধন্য হলে ঝরাতে
পেরে আকাঙ্ক্ষিত সম্পর্ণ্য,
সাধন ভেঙ্গে, অন্ধ চোখে পানি,
নয়নে বারি এ ঝরছে কারি,
তবে কে! আছো তারি মুছাতে পারি।
অন্ধ আঁখি পানে ও কি! থাকে,
লুকাইতো এক দৃষ্টি পরশমণী'র।
তবে ক্রন্দন কেন হে,
অযাচিত কোন দুঃখের আয়নায়।
কুলষিত প্রেম বাগে একি!
হলো হায়-রে,অন্ধ চোখে পানি
ঝরে যে, বোবা পানি কহে রে
কত কথা, ভুলে যেতে কয়,
স্বপ্ন ভাঙ্গা স্বপনে'র কথা,
সাজিয়ে রাখি তবু আমি
অন্ধের সামনে আয়না ।
০১.০৯.২০১১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥