মুশকিল
মুশকিল
============
মোঃ রহমত আলী
============
এই তো আমি নেই , তবু আছি ,
এই তো আছি আমি , তবু নেই ,
এই তো নিঃশ্বাস ছিল তখন ,
এখন আর নেই তো ,
তাই তো বিশ্বাস করেনি কেউ ,
এই যে অচেনা শহর ,
আর তাই তো শিক্ষিত ক্ষুধা ,
মূর্খের মতো মিটাই ,
এই যে চেনাজানা যারা শিকারী ,
তাদের নিশানা ভিখারী ,
তাই তো একদিন কাঁদিবে পরান ,
দেখে নিজ মৃত্যু ,
আবার যেদিন কবর ঘরে হবে ,
একা সওয়াল-জবাব ,
এই তো সত্য যে তা বুঝতে আমি ,
বোবা আর অন্ধ ,
এই তো এতো যা আলোক সজ্জায় ,
দেখা যাচ্ছে না সে আঁধার ,
তাই তো অন্ধকারে ভুলভাল পথে ,
ক্ষমা চাইতে পারি নাই বেলাতে ,
এই তো সুযোগ হাতছাড়া হলে যা,
আর কি দোবারা হবে তা,
এই সে পাচ্ছো কে পোড়া ঘ্রাণ,
সত্য-মিথ্যা যে -যা,
এই তো নেই যে তা তা !
০৩.১০.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥