কিন্তু - ( মোঃ রহমত আলী )

কিন্তু -
=============
মোঃ রহমত আলী
=============
আমি যে.. তুমি না ,
তুমি তো.. আপনি না ,
তোমার যা.. আমার না ,
আমার কিন্তু তোমার না।

আপনি এই.. আপনা না ,
আপনা সেই.. আপন না ,
আপনার তা.. আবার না ,
আপনা আপনি কিন্তু না।

আমার আমার.. আমার না ,
জিহ্বা দাঁতের.. মোটেও না ,
ছায়া সাথ যদিও.. সময়ে না ,
তোমার আমার কিন্তু তবুও না।

আমি আমার.. তাও না ,
জগৎ সারা.. আমার না ,
বিপদ আমার.. তোমার না ,
তবু দাগ কিন্তু মেটে না।

১২.০৪.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)