মোহ - ( মোঃ রহমত আলী )
মোহ -
=============
মোঃ রহমত আলী
=============
দাও তুমি আমার দিল ভেঙে দাও ,
কিছু বলবো না যতই কাঁদাও।
দাও তুমি ফাগুনে আগুন ঢেলে দাও ,
বলবো না কিছু যতোই নাচাও।
দাও তুমি সু’সুখের স্বপ্ন ভেঙে দাও ,
দেখবো না আর যতই নতুন করে দেখাও।
যাও তুমি দুখি করে আমায় যদি যাও ,
তোমার মোহে আজও আছি সুখের আশায়।
যাও তুমি আপন হয়ে পর করে যাও ,
ফিরে যদি আসো দেখবে আমি অপেক্ষায়।
যাও তুমি সুখো স্মৃতি রেখে রীতি ভুলে যাও ,
দেখোনা চেয়ে কভু ফিরে প্রীতি মরে মায়ায়।
১৫.০২.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥