যুবক দাদু ( মোঃ রহমত আলী )
যুবক দাদু
==============
মোঃ রহমত আলী
==============
দাদুর নাই দাঁত ,
গিলে খায় ভাত ,
সকাল তার সাঁঝ ,
বিকালে দেখে একাই চাঁদ।
দাদুর কপালে ভাঁজ ,
চোখে ভীষণ লাজ ,
হাসিমুখের সাজ ,
কথা না , বড় তার কাজ।
মনটা যুবক হায়্ ,
বয়স আশি প্রায় ,
দাদু একাই একশ ,
খেয়েছে নির্ভেজাল শস্য।
২৪.১১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥