আন্দাজ

আন্দাজ
============
মোঃ রহমত আলী
============
সামাজিক হয়েও
আজ আর আমি
সমাজে থাকি না।
যেন সব উত্তাল ,
পারলে ঢেউ সামাল ,
সতর্ক না হলে
ডুবে মরা হাল।
হট্টগোল চোখ-কান
বন্ধ করে চল ,
হক কথা বললে
পূজারী বেজার ,
সত্য খুলে দিলে
অপমান আবশ্যক ,
মিথ্যার পর্দায় সব
চকচক ঝকমক।
তাই অন্ধ সমাজে
বেঁচে থাকা সততার
কি এক মুসিবত !

২৩.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)