তলোয়ার
তলোয়ার
============
মোঃ রহমত আলী
============
আনোয়ার তোলো হাতে তলোয়ার,
ওঠো ঘোড়ায় তোমার।
যায়ে ময়দানে মারো,
আছে যতো জালিম-জানোয়ার।
শোনোনি তুমি কি ইতিহাস ?
নবী দাউদ (আঃ) আর ছিল
নবী সোলায়মান (আঃ),
সর্বশেষ শ্রেষ্ঠ নবী ও রাসূল
হযরত মুহাম্মদ (সাঃ)।
আনোয়ার উঠাও কালেমার নিশান,
আনো জয় করে ছিনিয়ে,
শহীদের রক্তে লাল সেই ময়দান।
শোনোনি তুমি হাদীসে রাসূল (সাঃ),
সাহাবা -রা ছিলেন যে সবাই,
ঈমানী পোক্তা আল্লাহর বীর শহীদ,
ইসলামের যোদ্ধা মহান সিপাহী জিহাদী।
আনোয়ার চলো সাথে নিয়ে কোরআন,
পূর্বের সেই কেবলামুখী সিজদার স্থান।
আল আকসা মুকাদ্দাস জয়ে আবার,
করো আজাদ ইসলামের পূর্ণ আমান।
শোনোনি তোমারা খলিফা সে দিন,
করেছিলেন কেমন জিন্দা আবার,
মুহাব্বাতে সবার হৃদয়ে ইসলাম ।
২৭.০৫.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥