এ কিতাবে উল্লেখিত ইসমাঈলের কথা স্মরণ কর, সে ছিল ওয়া‘দা রক্ষায় (দৃঢ়) সত্যবাদী, আর ছিল একজন রসূল ও নবী। সে তার পরিবারবর্গকে নামায ও যাকাতের হুকুম দিত আর সে ছিল তার প্রতিপালকের নিকট সন্তুষ্টির পাত্র।
হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )
হ-য-ব-র-ল ============== মোঃ রহমত আলী ============== ভালো আছি ভালো নেই ভালোবেসে কারে কই রাত যায় ঘুম নাই দিন যায় সুখ নাই কার পানে চাই চাই এই আছি এই নাই কখন যেন চলে যাই যেতে-যেতে দেখি তাই কেউ নেই কেউ নাই এতকাল কার লাগি সই করেছি গো হইহই রইরই হযবরল হই নাকি নই গাই সারিগামা গাই ভালো নেই ভালো নাই কার কাছে কই কই ০৪.১০.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥