বৈকি ! (মোঃ রহমত আলী )
বৈকি ! ============== মোঃ রহমত আলী ============== কিছু ভেঙে গেলো , তবে কোনো শব্দ হলো-না ! হৃদয় ছিল আমার তাই , ছিলনা কোনো বানানো খেলনা ! কী যেন ভেসে উঠলো , যদিও যমুনায় ঢেউ ছিল-না ! তবুও উত্তাল জোয়ারে , এই অন্তর মোহনায় করুণ কামনা ! কেউ কারো অপেক্ষায় , তাই প্রতীক্ষার প্রহর কাটেনা হায়্ ! সময় চলে যায় প্রশ্ন রেখে , সময় ঘুরে আসে উত্তর দিতে ! কিছু বেদনা ঢেকে রাখতে হয় , হৃদয় অতলে অতি যতনে ! কিছু চোখে , কিছু মুখে , আর যা আছে থাক অন্তরে-অন্তরে ! ২৭.১১.২০২৪