তবুও তাতে কি ! ( মোঃ রহমত আলী )
তবুও তাতে কি !
==============
মোঃ রহমত আলী
==============
তুমি স্বপ্ন ভেঙ্গে দিলে তাতে কি !
ঘুমে ছিলাম জেগে তো গেলাম।
তুমি ওয়াদা খেলাফ করলে তাতে কি !
বিশ্বাসী ছিলাম তাই তো দীর্ঘশ্বাস নিলাম।
তুমি যেতে চাও যদি, তবে যাও, তাতে কি !
আমি পথ চেয়ে থাকি আরো প্রতীক্ষায় রাজি।
তুমি যদিও যত্নে হৃদয় ভেঙে দাও তাতে কি !
আমি পুষিয়ে নেবো তাও ভালোবেসে হায়্।
তুমি ভুলে যদি যাও আমায় যাও, তাতে কি !
আমি জেগে আছি জেগে রবো স্মৃতির স্মরণে।
তুমি ছলে ছলে মালা ছিঁড়ে গেলে তাতে কি !
আমি নব ফুলে মালা গেঁথে বাঁচি প্রীতির বরণে।
তুমি প্রিয় প্রিয়তম প্রিয় হে আমার !
তবু হায়্ আমি যে কেউ নই তোমার। তাতে কি !
১১.১১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥