বোবা কান্না (মোঃ রহমত আলী)
বোবা কান্না
=============
মোঃ রহমত আলী
=============
এখানে কাঁদতে মানা !
হাসতে হবে শুধু কারণে অকারণে
মন না চাইলেও মনের বিরুদ্ধে উদ্দাম উল্লাসে।
এখানে মানতে হবে সব !
যত কান্না সবি লুকিয়ে প্রকাশ্যে হেসে-হেসে
সুখ বিক্রয়ের নিত্যদিনের খেলায় মেলার রঙ্গে।
এখানে সব চলে তাই !
মনে রঙ নেই তবুও রঙ ছড়াতে হবে নিশিদিন
প্রেম কেনা-বেচার এ রঙ্গিলা ঘাটে।
এখানে মূল্যহীন সব !
যতই ছলছল আঁখি ধারায় তাজা জল
তথাপি বানোয়াট হাসিমুখের ঝলমলে এ হাট।
এখানে হাসতে হবে হায়্ !
প্রতি খনে-খনে ললাটের বোবা কান্না দাফনায়ে
অভিনয়ের বিচিত্র সাজগোজের নির্লজ্জ ঢঙে।
এখানে কোনো উত্তর নেই !
হ্যাঁ প্রশ্ন শতক যা রেখে যেতে পারেন শুধু
যদিও চাইলে জবাব দিতো সমাজ ও পরিবার।
এখানে প্রেম সেই তো !
যা আছে তা কিনা প্রেম-প্রেম খানিক লীলা
যেন মৃত রজনীগন্ধার বিলিয়ে দেওয়া সুবাস।
এখানে জীবন বন্দী
সাধ আর সাধ্য বিনিময়ের চাহিদায় ঘায়েল
তো বোবা কান্না দেখায় না তাই সু’স্বাগতম।
২৪.০৯.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥