দৈন্যদশা ( মোঃ রহমত আলী )

দৈন্যদশা
==============
মোঃ রহমত আলী
==============
ক্ষুধার্ত বিশ্বে, মহারাজ ভিখারী খুঁজে পায়না !
কারো উদ্বৃত্ত কিছু ছুড়ে ফেলা হয় ডাস্টবিনে,
কেউ যতনে তুলে তা প্রয়োজনের আগ্রহে।
অতিরিক্ত আয়োজন অপ্রয়োজনীয় হলেও,
ক্ষণিকের আনন্দভোগী মনের ক্ষুধা মেটায়।
এদিকে কারোর রান্নাঘরে চুলো জ্বলে-না !
বিশ্ব আবার তালাশে অভাবী খুঁজে পায়না।

যেখানে উৎসব প্রতিনিয়ত লালিত-পালিত !
তবে কি কাল্পনিক দারিদ্র্য বিমোচনের গল্প ?
এখনও দৈন্যদশা কত শত মালেকের বাড়িতে,
মালেকার হাঁড়িতে, বিশুদ্ধ জল থাকেনা।
বিশ্ব যখন বিলাসিতায় মগ্ন উৎফুল্ল উচ্ছ্বাসে,
তখন একদল মাটি খুঁড়ে খুঁড়ে পাথর তুলে,
অবিরত চুলা জ্বালানোর প্রচেষ্টায় ধরাশায়ী।

বিশ্ব মহারাজ যবে সুখনিদ্রায় স্বপ্নে বিভোর !
তখনও নিশি ফুরাবার আগ পর্যন্ত কারা যেন ?
ফুটপাতে ক্ষুধার্ত আধো ঘুমে, পেট লাগা পিঠে।
বিশ্ব দরবারের মহারাজ গণ অতিশয় ঘোর মগ্ন,
নিজু-নিজু ক্ষমতার ভাগবাটোয়ারা পর্যন্ত !
এদিক-ওদিক নজর দেওয়ার মতো নজর নেই,
দুনিয়ার মজলুম মজবুর চেয়ে আছে আকাশে।

১০.১০.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)