হাসতে যে নেই মানা (মোঃ রহমত আলী)

হাসতে যে নেই মানা
================
মোঃ রহমত আলী
================
হাসতে কে করল মানা
মানবো না যে তা
হাসবো সবাই খুব হাসবো
পেলেই সঠিক বাহানা।
দিনের বেলায় সূর্য হাসে
রাতে হাসে চাঁদ মামা
আমরা হাসবো সারাবেলা
মনের সুখে হাসতে নেই মানা।
শিশুর হাসি ভালোবাসি
বুড়োর হাসিটা কি দারুণ
মনের সুখে হেসে হাসাই
আমরা হাসিখুশি জানুন।
হাসবো বেশি-বেশি তাই
সুস্থ সদা রাখতে মন 
হাসতে যে করবে মানা
মানবো না যে তাঁর বারণ।
হাসবো না শুধু দুখে কারো
কষ্ট দেখে ব্যঙ্গ করে
বাকি হাসবো মোরা সারাক্ষণ
হাস্যমুখে মনেপ্রাণে যখন-তখন
হাসতে যে ভাই নেই মানা
হাসতে নেই কোনো বারণ।।

০৩.১০.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)