জীবনচক্র ( মোঃ রহমত আলী )
জীবনচক্র
==============
মোঃ রহমত আলী
==============
কবিতা এখন আর কথা বলে-না,
কারণ অনেকেই সম্পূর্ণ পড়ে-না।
ছবিগুলো আজকাল আর হাসে-না,
কারণ অনেকেই ফিরে দেখে-না।
ব্যথা-গুলো আজ আর কাঁদে-না,
কারণ কেউ আগের মতো দরদ দেখায়-না।
সত্য এখন আর বিশ্বাস হয় -না,
কারণ মিথ্যা ছাড়া জীবন চলে-না।
আর উপকার করতে লোকে এগিয়ে আসে-না,
কারণ অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে-না।
আজও মানুষ দেখে মানুষ চেনা যায়-না,
কারণ অন্ধ তো আর আয়না দেখতে পায়-না।
কবিতার ভাষা কেন যেন অনেকে বোঝে-না,
কারণ কল্প-গল্প আর বাস্তব মিল হয়-না।
জীবনচক্র কখনোই এক-সমান রয়-না,
কারণ সময়ে হাওয়ার গতি দেখা যায়-না।
সত্যের মুখোমুখি সবাই দাঁড়াতে পারে-না,
কারণ মিথ্যা ক্ষণিকের, চিরস্থায়ী রবে-না।
আশীর্বাদ সবাই কামাই করতে জানে-না,
কারণ বেয়াদবে আদবের গুরুত্ব দেয়-না।
লাল রক্ত যদিও সবার, গুণাবলী একই হয়-না,
কারণ পচা সুতোয় মজবুত বন্ধন হবে-না।
এক পলকে জীবন শেষ, বিষ লাগবে-না,
কারণ সকাল প্রতি রাত হবে, আমি রইবো-না।
১৩.১০.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥